রেড রোডে ইদের অনুষ্ঠানে মমতার ভাষণ উসকানিমূলক বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতার রাজনৈতিক বক্তব্য রাখারও সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। ইদের নামাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘গন্ধা’ ধর্ম শোনা গিয়েছে। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সনাতন হিন্দু ধর্ম খারাপ? প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু বলেন, “কোন ধর্ম নোংরা? রেড রোডে মুসলিম সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে যাচ্ছেতাই অস্পষ্ট উর্দু বলেছেন। কিন্তু নোংরা ধর্ম বলতে কোন ধর্মকে বোঝালেন? সনাতন হিন্দু ধর্ম? রেড রোডে ইদ-উল-ফিতরের অনুষ্ঠানে উসকানিমূলক ভাষণ দিলেন কেন? ইদের থেকে বেশিবার দাঙ্গা শব্দের উচ্চারণ করেছেন আপনি।”
তিনি উল্লেখ করেন, “কোন ধর্মকে খারাপ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সনাতন হিন্দু ধর্ম খারাপ? এটা কী ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক মঞ্চ? কেন দুই ধর্মের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করছেন? এটাই আপনার জন্য বুমেরাং হবে।”
মমতাকে উদ্দেশ্য করে তাঁর সরাসরি প্রশ্নবাণ, “সম্প্রদায়গুলির মধ্যে কেন ইচ্ছে করে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন? মমতা ব্যানার্জি, আপনিই একমাত্র ধর্মকে হাতিয়ার করেন। আর খুব শীঘ্রই তা আপনার জন্যই বুমেরাং হয়ে উঠবে।” দাবি শুভেন্দুর।