গত বৃহস্পতিবার মালদহের মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলা হয়েছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছিলবিজেপি। এই নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার বিজেপি সাংসদ সেই এলাকায় ঢোকার চেষ্টা করেন। কিন্তু মোথাবাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগে তাঁকে আটকে দেয় পুলিশ। বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। পুলিশের বাধা পেয়ে ওই রাস্তাতেই বসে পড়েন সুকান্তরা। ব্যারিকেড সরিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে তোপ দাগেন। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, ‘বিজেপিকে আটকাতেই সেখানে ১৬৩ ধারা জারি করা হয়েছে।’ আঙুল তোলেন সেখানকার তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের দিকে।
তিনি সুর চড়িয়ে বলেন, “জেলে যেতে হলে জেলে যাবেন। আমার যুব মোর্চার ভাইদের কাছে অনুরোধ করে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এলে তাঁকে জয় শ্রী রাম স্লোগান স্বাগত জানাবেন। উনি পশ্চিমবঙ্গের যেখানে যাবেন সেখানে আমরা জয় শ্রীরাম বলব।” সঙ্গে পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বললেন, “পুলিশকে বলছি আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন।
এরপর রামনবমী পালনের বার্তায় জানিয়ে দেন, তাঁদের যুব মোর্চার কর্মীরা ক’দিন এই এলাকা পাহারা দেবেন।
এদিন মোথাবাড়িতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে কীভাবে রাম নবমী হয় তা মনে করিয়ে কর্মীদের ‘আর একটু অপেক্ষা’ করার কথা বললেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি।