ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে জয়ের খাতা খুলল গুজরাট। মুম্বই ইন্ডিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে জয়ের খাতা খুলল তারা। অহমদাবাদের ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের ইনিংস শেষ হয় ৮ উইকেটে ১৯৬ রানে। রান তাড়া করতে নেমে মুম্বই করল ৬ উইকেটে ১৬০। টানা দ্বিতীয় ম্যাচে হারল পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গেল এবং নিজেদের লড়াইটা আরও কঠিন করে তুলল। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গুজরাট টাইটান্স শুরুতে নেমে দ্রুত রান করা শুরু করে। প্রথম উইকেটে ৭৮ রান ওঠার পর দ্বিতীয় উইকেটে ওঠে ৫১ রান। সাই সুদর্শন ও জশ বাটলার এই ইনিংস তৈরি করেন। ১২৯ রানে দুই উইকেট হারিয়ে একটা সময় গুজরাট চালকের আসনে ছিল। কিন্তু ১৯৬ রানে আটকে যেতে হয় তাদের।
জয়ের জন্য ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মার (৮) উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। ৩৫ রানে দুই উইকেট হারিয়ে মুম্বই একটা সময় ধুঁকছিল। সেই সময় তিলক বর্মা ও সূর্যকুমার যাদব রান করে দলের হাল ধরেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানে আটকে যায় মুম্বই। গুজরাতের আঁটসাঁট বোলিংয়ের সামনে প্রয়োজন মতো বড় শট খেলতে পারছিলেন না মুম্বইয়ের ব্যাটারেরা।