লন্ডন সফর সেরে শনিবার সন্ধ্যায় শহরে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছয় দিনের সফরে গিয়েছিলেন তিনি। শনিবার সন্ধে সাতটা নাগাদ বিমানবন্দরে নামেন তিনি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মীরা। ব্যানার হাতে উপস্থিত ছিলেন সকলে। এদিকে, সোমবারই ঈদ পালন হতে পারে ৷ তার আগেই তিনি রাজ্যে ফিরলেন৷ মুখ্যমন্ত্রী ঈদের কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন বলে জানা গিয়েছে। এদিন মুখ্যসচিব মনোজ পন্থ এবং শিল্পসচিব বন্দনা যাদব-সহ উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলও মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে নামেন৷ কলকাতা নামার পর সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেরতে দেখা যায়। এরপর নিজের কনভয় নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা বিমানবন্দরে নামা মাত্র মুখ্যমন্ত্রী দেখে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন তাঁর অনুগামীরা। শুধু একবার হাত নেড়ে নিজের গাড়িতে উঠে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী।
জনতাকে অভিবাদন জানান কিন্তু তিনি কোনও মন্তব্য করেননি।
অনুমান, বিমানযাত্রার ক্লান্তির কারণে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী ৷