গত বছর মস্কো গিয়ে পুতিনকে দেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার সেই ‘ডাকেই’ সাড়া দিয়ে দেশে আসছেন রুশ প্রেসিডেন্ট। রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের আলোচনাসভায় পুতিনের ভারত সফরের পরিকল্পনার কথা ঘোষণা করেছেন লাভরভ। গত অক্টোবরে ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে গিয়েই দ্বিপাক্ষিক বৈঠকের মাঝে রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতে আসার জন্য আমন্ত্রণ দিয়ে এসেছিলেন তিনি। তবে পুতিনের ভারত সফর প্রসঙ্গে এখনও দিনক্ষণের কথা জানায়নি সেদেশের বিদেশমন্ত্রক। লাভারভ বলেছেন, ‘‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।’’
এখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জট কাটেনি। আর এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ।