যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদ থেকে শুক্রবার আচমকা সরানো হল ভাস্কর গুপ্তকে। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের মেয়াদ শেষের আগেই তাঁকে অব্যাহতি দিল রাজভবন। সাম্প্রতিক অশান্তির পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার তাঁকে অপসারিত করা হল। চিঠি দিয়ে উল্লেখ করে হয়েছে এই মুহূর্ত থেকে তিনি আর যাদবপুরের দায়িত্বে থাকছেন না। আপাতত উপাচার্যহীন হয়ে পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরবর্তী উপাচার্য হিসেবে কে দায়িত্ব পাবেন, তা এখনও ঠিক হয়নি।
ভাস্কর গুপ্ত জানিয়েছেন, তিনি কোনও চিঠি পাননি। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের কাছে ইতিমধ্যেই রাজভবন থেকে চিঠি এসে গিয়েছে।
রাজ্যপাল ইতিপূর্বেই রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন। বাকি আরও ১৬টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও থমকে রয়েছে। এখন দেখার, এই কয়েক দিনে সরকার এবং রাজভবন বিশ্ববিদ্যালয় নিয়ে কী সিদ্ধান্ত নেয়।