সংসদে অভিবাসন বিল পাশের পর রাজ্যের বিরুদ্ধে জমি না দেওয়ার অভিযোগ শাহের

IMG-20250328-WA0001

বৃহস্পতিবার লোকসভায় পাস হয়ে গেল ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনারস বিল’ বা অভিবাসন বিল। এদিন নতুন বিল নিয়ে আলোচনায় অমিত শাহ বলেন, ‘কারা সীমানা পার করে এই দেশে ঢুকছেন, তা জানাটা অত্যন্ত জরুরি। প্রায় তিন ঘণ্টা ধরে এদিন আলোচনার পরে লোকসভায় পাশ হয় নয়া অভিবাসন বিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর, এমন কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
শাহের বক্তৃতায় উঠে আসে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টার কথাও। অনুপ্রবেশ প্রসঙ্গে মন্তব্যের সময়ে তুললেন অসম এবং পশ্চিমবঙ্গের প্রসঙ্গও।
তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মাঝে মধ্য়েই দেখি প্রশ্ন তোলা হয় সেনা ও বিএসএফ-এর দিকে। কিন্তু আজ দেশবাসীকে আমি সত্যিটা জানাব। ২ হাজার ২১৬ কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ভারত-বাংলাদেশ সীমানা। তার মধ্যে ১ হাজার ৬৫৩ কিলোমিটার কাঁটা তার বসানো হয়ে গিয়েছে। বাকি রয়েছে ৫৬৩ কিলোমিটার অঞ্চল। এর মধ্যে আবার ১১২ কিলোমিটার এলাকা হয়ে নদী-নালা বয়ে চলেছে। যেখানে কাঁটাতার বসানো অসম্ভব। বাকি ৪০০ কিলোমিটার ফেন্সিং সম্ভব।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, পর্যটক হিসাবে, ব্যবসার জন্য, শিক্ষা বা চিকিৎসার জন্য কেউ আসতে চাইলে তাঁদের সব সময় এ দেশে স্বাগত জানানো হবে। নয়া অভিবাসন বিলের মাধ্যমে দেশের নিরাপত্তা আরও মজুবত হবে বলে জানান তিনি। একই সঙ্গে দেশের অর্থনীতি এবং ব্যবসাতেও গতি আসবে বলে মনে করছেন তিনি।
তাঁর অভিযোগ, ‘বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি ওদের সরকারের অনেক দরদ। তাই এই বাকি পড়ে থাকা সীমানা এলাকায় কাঁটাতার বসাতে দিচ্ছে না। ২০২৬ সালে বিজেপি সে রাজ্যে ক্ষমতায় এলে এই বকেয়া কাজ শেষ করবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement