গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন শেহবাগের

IMG-20250326-WA0236

গুজরাত: মঙ্গলবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে গুজরাট টাইটান্স। তার কয়েকঘন্টা কাটতে না কাটতেই বোমা ফাটালেন বীরেন্দ্র শেহবাগ। শুভমন গিলের অধিনায়কত্ব নিয়ে বিস্ফোরক তারকা ক্রিকেটার। তাঁর নেতৃত্ব নিয়ে একেবারেই খুশি নন বীরু। জঘন্য বোলিংয়ের জন্য ঘরের মাঠে প্রথম ম্যাচ ১১ রানে হারে গুজরাট। ক্রিকেটজীবনে ব্যাট করার সময় কোনও ভয়ডর ছিল না শেহবাগের। খোলামেলাভাবে নিজের মনোভাব জানাতেও দ্বিধা করেন না। তারকা ক্রিকেটারের দাবি, শুভমন এখনও নেতৃত্ব সামলানোর জন্য তৈরি নয়। হারের অন্যতম কারণ হিসেবে এটাকেও দেখছেন বীরু। দাবি করেন, নেতৃত্বে প্রোঅ্যাক্টিভ ছিলেন না গিল। যা হারের অন্যতম কারণ। বোলিং পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন তারকা ক্রিকেটার। বিশেষ করে মহম্মদ সিরাজকে ব্যবহার করা নিয়ে। তিনি মনে করেন, পাওয়ার প্লেতে খুব তাড়াতাড়ি সিরাজকে তুলে নেওয়া হয়েছে। শেহবাগ বলেন, ‘শুভমন গিলের নেতৃত্ব আশানরূপ ছিল না। ও এখনও তৈরি নয়। ও প্রোঅ্যাক্টিভ ছিল না। সিরাজ যখন ভাল বল করছিল, ও আরশাদ খানকে নিয়ে আসে। ও পাওয়ার প্লেতে ২১ রান দেয়। সেটাই ম্যাচের মোমেন্টাম বদলে দেয়। সিরাজ নতুন বলে যখন ভাল বল করছিল, ওকে ডেথ ওভারের জন্য রাখার কোনও মানে হয় না। শেষদিকে মারও খেয়েছে।’ ম্যাচ শেষে শুভমন মেনে নেন, তাঁদের জেতার সুযোগ ছিল, কিন্ত সেটা কাজে লাগাতে পারেনি। গিল বলেন, ‘বল এবং ব্যাট করার সময় আমাদের সুযোগ ছিল। আমরা শেষদিকে প্রচুর রান দিয়ে ফেলেছি। মাঝের তিন ওভারে আমরা ১৮ রান তুলেছি। প্রথম তিন ওভারে আমরা খুব বেশি রান করতে পারিনি। এটাই পার্থক্য গড়ে দেয়।’ হার থেকে শিক্ষা নিয়ে এগোতে চান গুজরাটের অধিনায়ক।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement