শিলিগুড়ি: আবার শুরু হবে টয় ট্রেন যাত্রা। দার্জিলিং হিমালয় রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘোষণা করল। তারা জানিয়েছে শুরু থেকেই টয় ট্রেন চলবে। পর্যটকদের আকর্ষণ করতে এবার চালু হতে চলেছে টয় ট্রেন। টয় ট্রেনের জনপ্রিয়তা সারা বিশ্ব জুড়ে। পুরো আমেরিকা এবং ইউরোপের পর্যটকদেরা টয় ট্রেনে চড়তে প্রচন্ড পছন্দ করেন। তাদের প্রথম পছন্দ হলো দার্জিলিংয়ের টয় ট্রেন। মাঝে দুবার বিভিন্ন কারণে বন্ধ ছিল ট্রয় ট্রেন পরিষেবা। মাঝে বন্ধ ছিল দার্জিলিং এর ধস এর কারনে। তখন পর্যটকেরা অনেকেই ভীষণভাবে মনমরা হয়ে পড়েছিলেন। তবে গত এক বছর ধরে টয় ট্রেন পরিষেবা কে ভালো জায়গায় পৌঁছে দিতে উদ্যোগী ট্রয় ট্রেন। সবকিছু ঠিকঠাক চলে আগামী মাস থেকে দার্জিলিং এর শুরু হয়ে যাচ্ছে আবার নতুন করে টয় ট্রেনের পরিষেবা। যাতে আকর্ষিত হতে পারে পাহাড়ের পর্যটকেরা।মাঝে কয়েক বছর ধরে টয় ট্রেন চলছিল ঠিকই তবে আবার বন্ধ হয়েও যাচ্ছিল। এইবার মেরামতি করা হয়েছে, টয় ট্রেন পরিষেবা কে উন্নত নিয়ে যাওয়া।