হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এই অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
তাঁর দাবি, ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে। সেই অভিযোগ নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাৎ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে দীর্ঘক্ষণ এই বিষয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে ২৬-এর বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির রণকৌশলও।
কলকাতায় সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক একই অভিযোগ তুলেছেন ভুয়ো ভোটার নির্মূল করার আড়ালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে হিন্দু ও হিন্দিভাষী ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। তিনি দাবি করেন, ২৭ ফেব্রুয়ারির পর থেকে অনেক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে প্রশাসনের প্রচ্ছন্ন হুমকিতে।
তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কর্মকর্তারা তৃণমূল কংগ্রেসের সাথে গোপন যোগসাজশে রয়েছেন এবং একই ধরণের কার্যকলাপে লিপ্ত হচ্ছেন।