বিচারপতি বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে তদন্ত কমিটি

IMG-20250324-WA0261(1)

বিচারপতি যশবন্ত বর্মার বাংলো থেকে টাকা উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গড়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট।এবার সেই কমিটিই বিচারপতি যশবন্ত বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে।সেই সঙ্গেই দমকল বাহিনীর কর্তাদের সঙ্গেও কথা বলবে কমিটি। কাদের সঙ্গে কথা বলতেন বিচারপতি যশবন্ত বর্মা, সেই তথ্য খতিয়ে দেখতেই কল রেকর্ড খতিয়ে দেখতে চায় সুপ্রিম কোর্টের গঠিত কমিটি। দোলের ছুটি চলাকালীন বিচারপতি বর্মার বাড়িতে আগুন লাগে। তখনই তাঁর বাড়িতে বিপুল পরিমাণ নগদ পান দমকল কর্মীরা। এরপর বিচারপতির বাড়ির কাছে রাস্তা থেকেও পাঁচশো টাকার পোড়া নোট উদ্ধার হয়। এখনও পর্যন্ত ওই অর্থের উৎস জানা যায়নি। এই পরিস্থিতিতে কমিটি জানতে চায় দমকল কর্মীরা প্রথম সেখানে গিয়ে কী কী দেখেছিলেন। পাশাপাশি বিচারপতি বর্মার কল রেকর্ডের ফরেনসিক তদন্তও করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে গোটা ঘটনায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় সর্বদল বৈঠক ডেকেছেন। বিচারপতি বর্মার বাসভবন থেকে উদ্ধার হওয়া নগদের বিষয় নিয়েই আলোচনার জন্যই আজ বুধবার সর্বদল বৈঠক ডাকা হয়েছে। গত ১৫ মার্চ দিন বিচারপতি বর্মার বাংলোয় আগুন লেগে গিয়েছিল। পরিবারের সদস্যেরাই দমকল ডেকেছিলেন। দমকলকর্মীরা বাংলোয় আগুন নেবাতে গিয়ে রাশি রাশি নগদ টাকা দেখতে পান বলে দাবি। তাঁদের কাছ থেকে পুলিশ খবর পায়। তারা গিয়ে টাকা উদ্ধার করে। গোটা ঘটনা সামনে আসার পর তোলপাড় পড়ে যায় দেশজুড়ে। পরিস্থিতির কথা বিবেচনা করে গত শনিবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এক তিন সদস্যের কমিটি গঠন করেন। ওই কমিটিতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি শিল নাগু, হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়া এবং কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি অনু শিবারমণ। সেই কমিটিই বিচারপতি বর্মার কল রেকর্ড খতিয়ে দেখতে চায়। আগুনের খবর পেয়ে কোন দমকলকর্মীরা প্রথম বিচারপতির বাড়িতে পৌঁছেছেন, সেখানে গিয়ে তাঁরা কী কী দেখেছেন— সব কিছু জানতে চায় সুপ্রিম কোর্টের কমিটি। সূত্রের খবর, শীঘ্রই দিল্লিতে তারা অনুসন্ধান শুরু করবে। জানা যাচ্ছে, ওই কমিটি বিচারপতি বর্মার কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যাও চাইতে পারে। সেই সঙ্গে দমকলবাহিনীর কর্তাদের সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যেরা। পাশাপাশি, বিচারপতি বর্মার কল রেকর্ড ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো হবে।
অন্য দিকে, বিচারপতি বর্মার বাসভবন থেকে নগদ উদ্ধারের বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলেন ধনখড়। তিনি জানান, বিষয়টি খুবই ‘গুরুতর’। মঙ্গলবার রাজ্যসভায় ধনখড় বলেন, ‘‘বিচারপতি বর্মার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সব রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডেকেছি।’’ উল্লেখ্য, বিচারপতি বর্মার বিষয় নিয়ে রাজ্যসভার দলনেতা তথা বিজেপি সভাপতি জেপি নড্ডা ও বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গে বৈঠক করেছেন ধনখড়। সেই বৈঠকের পরই তিনি জানিয়েছিলেন, নড্ডা ও খড়্গের পরামর্শমতো সব দলনেতাকে বৈঠক ডাকবেন। বুধবার সেই বৈঠক হতে চলেছে।
উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট বিচারপতি বর্মাকে দিল্লি হাই কোর্ট থেকে ইলাহাবাদ হাই কোর্টে বদলির বিষয়টি নিশ্চিত করেছে। সুপ্রিম কোর্টের তরফে বিচারপতি বর্মার বদলির সুপারিশ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। কেন্দ্রের সবুজ সঙ্কেত মিললেই বদলির বিষয়টি সম্পন্ন হবে। তবে তাঁর বদলির খবর প্রকাশ্যে আসার পরই অসন্তোষ প্রকাশ করেন ইলাহাবাদ হাই কোর্টের আইনজীবীরা। হাই কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অনিল তিওয়ারি বলেন, ‘‘ভারতের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে, বিচারপতি বর্মাকে যেন ইলাহাবাদ হাই কোর্ট বা অন্য কোনও আদালতে বদলি করা না হয়। কারণ, কোনও আদালতই আবর্জনার স্তূপ নয়।’’ একই সঙ্গে তাঁরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিরও ডাক দিয়েছেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement