বিলেতের মাটিতে দাঁড়িয়ে, লন্ডন থেকে কলকাতা সরাসরি বিমান উড়ানের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডন সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ছিল ভারতীয় দূতাবাসে। সেখানে নিজের ১৮ মিনিটের বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পড়ুয়ারা খুব মেধাবী। যাঁরাই আসে ভারত থেকে এখানে পড়তে প্রত্যেকেই মেধাবী। সিস্টার নিবেদিতা বাংলার জন্য কাজ করেছেন। নিজের জীবন উৎসর্গ করেছেন মানুষের সেবায়। তিনি দার্জিলিংয়ে মারা গিয়েছেন।”
মুখ্যসচিব মনোজ পন্থকে পাশে বসিয়ে তিনি জানালেন, বাংলা কিন্তু লন্ডন থেকে বেশি দূরে নয়। আমরা একটা সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চাই। UK এবং ভারতীয় রাষ্ট্রদূতের কাছে আমার অনুরোধ একটা সরাসরি বিমান চাই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি চাই লন্ডন থেকে কলকাতা সরাসরি উড়ান চালু হোক। কারণ কলকাতার সঙ্গে লন্ডনের দূরত্ব মাত্র ৮ ঘণ্টা। ব্রেক জার্নির ফলে সেটা ১৮ ঘণ্টা লাগল!”
বাংলায় বাণিজ্য প্রসঙ্গে তিনি জানান, কলকাতা এখন AI হাব, এখানে ডেটা রিসার্জ সেন্টার আছে। দ্বিতীয় বৃহত্তম কয়লা উৎপাদন কেন্দ্র আছে বাংলায়। ভারত সরকার জানিয়েছে, দেশের মধ্যে বাংলায় নারী অন্ত্রোপ্রনর (উদ্যোগপতি) সব থেকে বেশি।
একইসঙ্গে যোগ করেন, আমরা প্রতি ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করি। আমি ইউরোপে দেখলাম এখানে খ্রিষ্টানরা তাঁদের ধর্ম পালন করছেন। এটা আমরা কলকাতাতেও করি। গুরুনানকের জন্মদিন থেকে জৈনের জন্মদিন সব পালন করি। স্বাধীনতার আগে হোক বা পরে আমরা সব ধর্মকে সমান চোখে দেখি। দেশ স্বাধীনের আগে কলকাতা ছিল রাজধানী। এখন কলকাতা হল বাণিজ্যের হাব, খেলার হাব, কালচারালার হাব।
মুখ্যমন্ত্রী এক কথায়, বাংলার জয়গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোঝালেন, বাংলা কারও চেয়ে কোনও কিছুতে কম নয়! বক্তব্য শেষ করলেন ‘জয় হিন্দ’ দিয়ে।