আগামী বৃহস্পতিবার অক্সফোর্ডে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন তিনি। শুক্রবার ২৮ তারিখ ফেরার উড়ান রয়েছে তাঁর। শনিবার সকালের উড়ানে মমতার লন্ডন রওনা হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সময়ে সন্ধ্যের বিমানে তিনি রওনা দেন লন্ডনের উদ্দেশে। মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পসচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রধান পীযূষ পাণ্ডে এবং মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সচিব গৌতম সান্যাল সহ শিল্পপতি সত্যম রায়চৌধুরী এবং উমেশ চৌধুরী সফরে গিয়েছেন। রবিবার সকালেই লন্ডনে পৌঁছে গিয়েছেন তিনি। সেখানে চার দিনের কর্মসূচি রয়েছে তাঁর। মমতা যে হোটেলে থাকছেন, তা বাকিংহাম প্যালেস থেকে ঢিলছোড়া দূরত্বে। এর আগেও লন্ডনে এই হোটেলেই থেকেছেন মমতা।
শনিবার কলকাতা থেকে রওনা হন। রাতের বিমানে দুবাই। সেখান থেকেই রবিবার ভোরের দিকে বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হন।ভারতীয় সময় বেলা সাড়ে ১২টা নাগাদ লন্ডনে পৌঁছন তিনি।
জানা গেছে, শহরের তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। মেঘলা আকাশ। টিপটিপে বৃষ্টি পড়ছে। সঙ্গে কনকনে হাওয়া। সোমবার ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার রয়েছে বাণিজ্য সম্মেলন। বুধবার সরকারি স্তরে বাণিজ্য-বৈঠক। সেই বৈঠকের আগে কয়েক জন ভারতীয় শিল্পপতি লন্ডনে পৌঁছবেন বলে জানা গিয়েছে।