টলিপাড়ার এভারগ্রীন নায়িকা বলতে নেটিজেনরা একডাকে চেনেন স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বয়স কোনওদিন বাধা হয়নি তাঁর। নিজের ইচ্ছায় এগিয়ে গিয়েছেন। তাঁর অভিনীত প্রতিটি চরিত্রই নজর কেড়েছে দর্শকের। তবে শুধু অভিনয় নয়, স্বস্তিকার ব্যক্তিগত জীবনও থাকে চর্চায়।এবারও ঠিক তাই হল। শনিবার অভিনেত্রীর সমাজমাধ্যমে চোখ পড়তেই চমকে উঠলেন অনুরাগীরা। পুদুচেরির সমুদ্র সৈকতে চাঁদের আলোয় গায়ে মেখে বসে আছেন স্বস্তিকা। তবে তিনি একা নেই। তাঁর পাশে বসে রয়েছেন এক ব্যক্তি। পিছন থেকে ছবিটি তোলার জন্য স্পষ্ট নয় দু’জনের মুখ। তাই নেটিজেনদের অনুমান, প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ছবিটি তুলেছেন স্বস্তিকা।এই ছবিটির সঙ্গে স্বস্তিকা লিখেছেন, ‘তোমরা যে বলো দিবস রজনী ভালবাসা ভালবাসা’। ব্যস! এখান থেকেই জল্পনা শুরু। অভিনেত্রীর পাশে কে বসে রয়েছেন? স্বস্তিকার পোস্টে নেটিজেনদের কৌতূহল চোখে পড়ার মতো। অনেকেই তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে কি নতুন করে প্রেমে পড়লেন স্বস্তিকা? এভাবেই কি প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন? যদিও এই প্রশ্ন উঠে এলেও অভিনেত্রীর পক্ষ থেকে কোনও জবাব আসেনি।