শাহরুখ-সলমনের পর বলিউডে আরও জন্ম নেবে ‘বড় তারকা’, মন্তব্য আমিরের

IMG-20250323-WA0259

মুম্বই: শাহরুখ খান, আমির খান এবং সলমন খানকে প্রায়শই বলিউডের ‘শেষ তারকা’ বলা হয়। তবে আমির এই মতের সাথে একমত নন। এক সাক্ষাৎকারে অভিনেতা জানালেন, তিনি বিশ্বাস করেন যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের অভিনেতারাও তাঁদের তিনজনের সমান বড় তারকা হয়ে উঠবে। তিনি আরও বলেন, “একটা সত্যি কথা বলি, আমরা কিন্তু একদিন গণনায়ও থাকব না। আমাদেরও ভুলে যাবে হিন্দি ছবিপ্রেমী দর্শক! সময় এগিয়ে চলে। এবং যাবেও। এটাই পৃথিবীর নিয়ম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ-এর যে ব্যাপারটা… মহেশ নিশ্চিত করেন ধ্বংস হয়, তারপর সবাই সব কিছু ভুলে যায়।আমির আরও জানান, শাহরুখ খান, তিনি এবং সলমন খান একসঙ্গে একটি সিনেমা করার ব্যাপারে অল্প কিছুদিন আগে আলোচনা করেছেন এবং আরও জানান এখন শুধু একটি সঠিক চিত্রনাট্যের অপেক্ষা করছেন তাঁরা। মজা করে আরও বলেন, “যদি সে ছবি খারাপও হয়, তবুও দর্শক আমাদের তিনজনকে একসঙ্গে পর্দায় দেখেই আনন্দ পাবে।প্রসঙ্গত, চলতি বছরে জেনেলিয়া দেশমুখের সঙ্গে বড়পর্দা দেখা দেবেন আমির খান ‘সিতারে জমিন পার’-এ। এই ছবি তার জনপ্রিয় ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল এবং ‘লাল সিং চাড্ডা’-এর ব্যর্থতার পর তাঁর বড়পর্দায় প্রত্যাবর্তন হিসেবে চিহ্নিত হবে। অন্যদিকে, সলমন খান তাঁর আসন্ন ছবি ‘সিকান্দর’-এর মুক্তির জন্য অপেক্ষা করছেন। এই অ্যাকশন-ড্রামাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মন্দানা, কাজল আগরওয়াল, প্রতীক বব্বর, শর্মান জোশী এবং সত্যারাজ। ছবিটি আগামী ৩০ মার্চ মুক্তি পাবে। ওদিকে, শাহরুখ খান পরবর্তী সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে অভিনয় করবেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খান এবং অভিষেক বচ্চন। এই ছবি আগামী বছর মুক্তির জন্য নির্ধারিত।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement