ঝাঁটা বিদায় করেছি এবার মুসলিম লীগ ২ বিদায় করব: শুভেন্দু

IMG-20250323-WA0228

তমলুকের পর এবার হলদিয়ার পথসভা থেকেও সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন ক্ষুদিরাম স্কোয়ার থেকে দুর্গাচক পর্যন্ত মিছিল সেরে শুভেন্দু নিউ মার্কেট পর্যন্ত মিছিল করেন। মিছিল থেকে শুভেন্দু বলেন, হলদিয়াকে শুকিয়ে দিয়েছে ওরা। নিয়োগ নেই হলদিয়াতে। উদ্বাস্তুদের জন্য কথা বলা হয় না। কলকাতার রাজ না জেলার রাজ? নাকি গ্রামের রাজ? রাম নবমী হবে,ভালো করে শান্তিপূর্ণ হবে। সংবিধানে ২৫-২৮ পড়ুন।
বিরোধী দলনেতা বলেন, “এই রাজাকারদের সরকার বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দু’খানা অবৈধ বিল পাশ করিয়েছে। পাশ করানো হয়েছে শিল্প বিল। মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লক্ষ বেকার তৈরি করেছেন। বাংলায় তোষণের রাজনীতি চলছে। মুসলিম লিগ ২ সরকার এটা।”
হুঙ্কারের সুরে তিনি বলেন, এই সরকার আমার বিরুদ্ধে কিছু নেড়িকে লেলিয়ে দিয়েছেন। আমি মেদিনীপুরের ছেলে ভয় পাই না। অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতা পার্কসার্কাসে মিছিল করেন কেন?

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement