‘হেডলাইন করুন বাড়ি থেকে বের করে মারব’, স্বমেজাজে রাজনীতিতে দিলীপের হুঙ্কার

IMG-20250322-WA0293

সপ্তর্ষি সিংহ

শুক্রবারের পর শনিবারেও ‘মারমুখী’ বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। গতকাল খড়্গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে রাস্তা উদ্বোধনে গিয়ে মহিলাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে ‘বাপ, চোদ্দো পুরুষ’ শোনা গিয়েছিল তাঁর মুখে। ভাইরাল ভিডিওয় দেখা যায় প্রবীণ এই নেতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী নন তিনি। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ জানিয়েছেন, তিনি যে মেজাজে রয়েছেন, সেই মেজাজে থাকবেন।
তাঁকে ঘিরে শুক্রবার বিক্ষোভ দেখান স্থানীয়েরা। মূলত মহিলারাই বিক্ষোভের সামনে ছিলেন। তাঁরা প্রশ্ন তোলেন, প্রাক্তন সাংসদ কেন রাস্তার উদ্বোধন করছেন? সাংসদ থাকাকালীন তাঁকে এলাকায় দেখা যেত না বলেও অভিযোগ করেন অনেকে।
বিরোধী সমালোচনার মাঝেই শনিবার ফের নিজের মেজাজে ধরা দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। অবস্থানে অনড় বিজেপি নেতা। এবার বাড়ি থেকে টেনে বের করে মারধর করার হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
এদিন চা চক্রে দিলীপবাবু বলেন, “মেজাজ হারাইনি. মেজাজ ঠিক রেখেই বলেছি। যা বলেছি, ঠিক বলেছি। কোনটা কুকথা কোনটা সুকথা সেটা তৃণমূলকে বুঝিয়ে দেব। হেডলাইন করুন, এরপরও ওরা (তৃণমূলের) বাড়াবাড়ি করলে হয় বাড়ি থেকে বের করে মারব নাহলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।”
সুর চড়িয়ে হুঁশিয়ারি প্রাক্তন সাংসদের হুঙ্কার, “যারা ল্যাজ গুটিয়ে ঘরে বসে থাকে, চমকে দিলে প্রস্রাব করে ফেলবে, তাদের কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে? আমাকে বেশি ভদ্রলোকি দেখাতে আসবেন না!”
তাঁর এ হেন মন্তব্যে দল কি কোনও শাস্তিমূলক পদক্ষেপ করছে? বিজেপি নেতার জবাব, ‘‘দিলীপ ঘোষের পার্টি লাগে না।’’
তাঁর কথায়, ‘‘আমি খড়্গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই রকমের বেয়াদবি যদি কেউ করতে আসে, সে যে পার্টির হোক, বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব। সে যত বড় নেতাই হোক। দিলীপ ঘোষ কারও বাপের খায় না। কারও জমিদারিতে পা দেয় না।’’ হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘রাজনীতি করতে হলে ভদ্র ভাবে কর। ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কী ভাবে সিধে করতে হয়!’’
তিনি জানিয়েছেন, যত দিন রাজনীতিতে থাকবেন, এই ‘মেজাজে’ থাকবেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement