প্রথমে পড়েছিল ‘অধিনায়ক অভিষেক’ পোস্টার দক্ষিণ কলকাতা জুড়ে। সেটা দেখা গিয়েছিল শুক্রবার সকালে। দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় উড়ছে হলুদ পতাকা, তাতেও লেখা ‘অধিনায়ক অভিষেক’। নীচে তৃণমূল সমর্থক একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম। শুক্রবার রাতেই এলাকা ছেয়ে গেল নতুন একটি পোস্টারে। তাতে লেখা ‘সর্বাধিনায়িকা মমতা।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টার। যেখানে লেখা, ‘সবার্ধিনায়িকা জয় হে’। এই ছবি গোটা শহরের নানা প্রান্তে এখন দেখা যাচ্ছে। আর তা এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশেই দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার আছে ঠিক তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর পোস্টার।
এই বিষয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানান, ‘সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম (FAM)। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা দেওয়া হয়েছে।’
যদিও রাজনৈতিক মহল মনে করছে, বিতর্ক এড়িয়ে ভারসাম্য বজায় রাখার জন্যই এই নয়া পোস্টার।