বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে চা শ্রমিকদের উত্তরকন্যা অভিযান

IMG-20250321-WA0289

শিলিগুড়ি: চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে এদিন শিলিগুড়িতে চা শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়ে গেল । এই আন্দোলনে তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হলো।এদিন সকাল হতেই চা বাগানের শ্রমিকরা জলপাই মোরে জমায়েত হন। পরবর্তীতে সেখান থেকে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, যার গন্তব্য ছিল উত্তরকন্যা, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রশাসনিক দফতর।চা শ্রমিকরা দাবি তোলেন, চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। তাঁরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বকেয়া বোনাস প্রদানেরও জোরালো দাবি উঠে আসে। এই বিক্ষোভ মিছিলকে আটকানোর ব্যাপারে যথেষ্ট উদ্যোগই ছিল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। তিনবাত্তি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন ছিল পাশাপাশি আন্দোলনকারীদের উত্তরকন্যা দিকে অগ্রসর হওয়া আটকানোর চেষ্টা করা হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement