দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেকের নয়া পতাকা

IMG-20250321-WA0222

শুক্রবার সকাল থেকে অভিনব এক পোস্টারে ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। উজ্জ্বল হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় লেখা ‘অধিনায়ক অভিষেক’। ‘মহাযুদ্ধের’ আগে আবার নতুন রূপে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৩ মার্চ ভোটের রণকৌশল ঠিক করতে বৈঠকে বসছে তৃণমূলের সোশ্য়াল মিডিয়া সৈনিকরা।
জানা গিয়েছে, রবিবার ছাব্বিশের ভোটের জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া রণকৌশল তৈরিতে গাঙ্গুলিবাগান এলাকায় হবে এই বৈঠক। আর তার আগেই পোস্টার ও পতাকায় ছেয়ে গেল গোটা দক্ষিণ কলকাতা। পতাকায় ফুটে উঠল ‘অধিনায়ক অভিষেক’।
শুক্রবার সকাল থেকে অভিনব এই পোস্টারে ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। দলের অভ্যন্তরে অভিষেকের প্রচুর অনুগামী রয়েছেন। ফলে নেতার প্রতি অনুগামীরা তাঁদের ভালবাসা এভাবে প্রকাশ করতেই পারেন। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহর জেরে এই পোস্টার তার চেয়েও কিছু বেশি বার্তা দিচ্ছে বলেই মনে করা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement