মোহনবাগানে ভোট, গঠিত হল ৫ সদস্যের নির্বাচনী বোর্ড

IMG-20250320-WA0239

কলকাতা: নির্বাচনের দামামা বেজে গেল মোহনবাগানে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর হল বৃহস্পতিবার। এবার সেই কমিটিই মোহনবাগানের নির্বাচনের দিনক্ষণ স্থির করবে। উল্লেখ্য, নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ছাড়া বোর্ডের বাকি সদস্যদের নাম ঘোষণা করা হয়নি আগে। এদিন প্রকাশ্যে এল তাঁদের নামও। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস-সহ বেশ কিছু সদস্য নির্ধারিত সময়ে নির্বাচন করানোর দাবি তোলেন। সেদিনই ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়, দ্রুত এক্সিকিউটিভ কমিটির বৈঠক ডেকে নির্বাচনী বোর্ড গঠন করা হবে। সেদিনই জানানো হয় নির্বাচন সংক্রান্ত আলোচনায় মতামত জানাতে ডাকা হবে সৃঞ্জয় বোসকেও। সেই মতো কার্যকরী কমিটির বৈঠকে প্রাক্তন সচিবকে আমন্ত্রণও জানানো হয়। প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস বলেছিলেন, “নিয়ম অনুযায়ী মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটির মেয়াদ ৩ বছর। সেটা বাড়ানো যেতে পারে না।” ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষও স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, “ক্লাবের বর্তমান কমিটি অনৈতিকভাবে একটা দিনও অতিরিক্ত ক্ষমতায় থাকতে চায় না।” পরে কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে নির্বাচন সংক্রান্ত পাঁচ সদস্যের যে কমিটির হাতে। সেই সিদ্ধান্তমতোই বৃহস্পতিবার সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হল কমিটিকে। চেয়ারম্যান অসীম রায়ের সঙ্গে কমিটিতে রয়েছেন কলকাতা হাই কোর্টের তিন বিচারপতি শৌভিক মিত্র, অভিষেক সিংহ এবং বিশ্বব্রত বসু মল্লিক। এছাড়াও বোর্ডে রয়েছেন অনুপ কুমার মণ্ডল। এছাড়াও বোর্ডে রয়েছেন অনুপ কুমার মণ্ডল। ক্ষমতা হস্তান্তর হওয়ার পরে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পাঁচ সদস্যের এই কমিটিই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement