ওবিসি যাচাইয়ে রাজ্যকে আরও সময়

IMG-20250318-WA0272

ওবিসির সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সু্প্রিম কোর্টে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। ওবিসি যাচাইয়ে আরও সময় চেয়েছে রাজ্য। সেইমতো রাজ্যকে এই কাজের জন্য আরও তিন মাস সময় দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে সওয়াল-জবাবের সময়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল আবেদন জানান, নতুন করে সমীক্ষার মাধ্যমে ফের ওবিসি নিয়ে ফের তালিকা তৈরি করবে রাজ্য। তার জন্য তিনমাস সময় লাগবে। সেই সময় দেওয়া হোক এবং তারপর শুনানি হোক। তাঁর আবেদন মঞ্জুর করে বিচারপতি বিআর গভাইয়ের বেঞ্চ। বিচারপতি বি আর গভাই বলেন, “একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম।”সুপ্রিম কোর্টের নির্দেশ, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত আরও জানিয়েছে, রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে। রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। গত ২২ মে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাই কোর্টের নির্দেশে প্রায় ১২ লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাই কোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরও।মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে তিন মাস সময় চাওয়া হয় শীর্ষ আদালতে। সিব্বলের আর্জি শুনে বিচারপতি বি আর গবই জানতে চান, রাজ্যের নতুন করে সমীক্ষা করা নিয়ে অন্য পক্ষের কোনও আপত্তি রয়েছে কি না। তাতে রাজ্যের আইনজীবী জানান, অন্য পক্ষের আপত্তি থাকার কথা নয়। কারণ, অন্য পক্ষের আবেদনই ছিল যাতে ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিষয়ে নতুন করে সমীক্ষা করা হয়। এর পরে রাজ্যের আবেদন মঞ্জুর করেন বিচারপতি গবই। শীর্ষ আদালত জানিয়ে দেয়, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। তবে নতুন সমীক্ষা চললেও এই মামলার ভবিষ্যতের উপরেই রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement