সরকার ‘হিন্দু বিরোধী’ স্লোগানে বিজেপির ওয়াকআউট

IMG-20250318-WA0207

মঙ্গলবার দিলীপ ঘোষ সৌজন্য সাক্ষাৎ করতে বিধানসভায় যান। তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তাঁকে উত্তরীয় গলায় পরিয়ে সম্মান জানান। বিজেপি বিধায়কদের সঙ্গে তিনি নানা বিষয় নিয়ে আলোচনা করেন। পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে নানা চর্চার মধ্যে একদিকে যেমন শুভেন্দু ও সুকান্ত-র সাক্ষাৎ ঘিরে চর্চা শুরু হয়েছে। তার মধ্যে রাজ্য বিধানসভায় গিয়ে বিজেপি বিধায়কদের সঙ্গে দিলীপ ঘোষের দেখা করা মাত্রা যোগ করেছে।
একইসঙ্গে দোলের দিন বাংলার হিন্দুদের উপর আক্রমণের অভিযোগে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনে ওয়াক আউট করে বিজেপি বিধায়করা।
প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিধায়করা। শুভেন্দু বলেন, “এই সরকার তার দায়বদ্ধতা পালন করছে না। বিধানসভাকে প্রহসনে পরিণত করেছে। সে কারণেই বিধানসভার ভেতরে ও বাইরে সমানে প্রতিবাদ দেখাতে হচ্ছে বিজেপি বিধায়কদের।”
দোল ও হোলি উৎসবে রাজ্যের নানা জায়গায় অশান্তির ঘটনা নিয়ে মঙ্গলবার বিধানসভায় আলোচনার দাবি করে প্রধান বিরোধী দল বিজেপি। এই প্রসঙ্গে শংকর ঘোষ বলেন, দোল উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তি হয়েছে তাতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। আলোচনার অনুমতি না দেওয়া হলে অন্তত সরকারপক্ষ বিধানসভায় যেন এনিয়ে বিবৃতি দেন অধ্যক্ষের কাছে সেই দাবি জানান তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement