ঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে মহিলাদের অগ্রণী ভূমিকা উল্লেখ্য। কিন্তু শৈশব থেকেই ঘর পরিষ্কার রাখতে ছেলে মেয়ে উভয়কেই সেই দায়িত্ব শেখাতে হবে বাবা মাকে। ঘর পরিষ্কারের জন্য ফ্লোর ক্লিনিং সরঞ্জাম নিমাইল সংস্থার পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে ক্লিন ইকুয়াল মিশন। এই বিষয়ে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও পরিচালক কঙ্কনা সেন শর্মা, শিক্ষাবিদ কিরণময় চৌধুরী, হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল সীমা শাপ্রু ও সংস্থার ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় শ্রীনাভস। এদিন সংস্থার পক্ষ থেকে সঞ্জয়বাবু জানান, এই উদ্যোগের মাধ্যমে ছেলে মেয়ে বিভেদ না রেখে জেন্ডার ইকুইলিটির মাধ্যমে তাঁদের এটা শেখানো যে নিজের ঘরের পরিষ্কারের দায়িত্ব নিজেকে শেখা উচিত। সাড়ে ৩ লক্ষ স্কুলে এই ক্যাম্পেন চালু করা হয়েছে এবং স্কুল গুলির সঙ্গে কাজ শুরু হয়েছে।
এই বিষয়ে অভিনেত্রী বলেন, এখন তার ছেলের বয়স ১৪ বছর। এখন থেকে তার নিজের কাজ নিজেই করে। এবং সেই অভ্যাস ছোট থেকে তাঁকে করানো হয়েছে। শিক্ষিকা সীমা দেবী বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে স্কুলেও যেমন এই উদ্যোগ প্রয়োজনীয় তেমন বাড়িতে এই অভ্যাস বজায় রাখার জন্য বাবা মা কে দায়িত্ব শীল হতে হবে।