শিলিগুড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ছেড়ায় উত্তজনা

IMG-20250317-WA0224

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি: আজকে শিলিগুড়ির ১৩নং ওয়ার্ড এর একটি রাজনৈতিক দোলের পোস্টার ছেড়া নিয়ে উত্তজনা, ছড়ালো। আজকে সকালে এই ঘটনা ঘটে যায়। সকালে উঠে লোকেরা দেখেন, দোলের শুভেচ্ছা জানিয়ে যে যে শুভেচ্ছা জানানো হয়ে ছিল কে বা কারা সেই সব পোস্টার ছিঁড়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়, কাউন্সিলর মানিক দে কে, তিনি দৌড়ে আসেন, খবর দেন পানিট্যাংকি থানায়, পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে, গোটা ঘটনার। গোটা ঘটনায় এলাকাবাসিরাও হতবাগ হয়ে গেছেন। সব মানুষ এর একটাই মতামত কে বা কারা ঘটিয়ে ফেললো এই ঘটনা। কে দায়ী এই ঘটনার জন্য। কাউন্সিলর জানিয়েছেন, আমি অবাক, দেখছি কি করা যায়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement