মুম্বাই ঃ সব চর্চার অবসান ঘটিয়ে নিজের মুখেই প্রেম স্বীকার আমিরের। ডেটিং করছেন গৌরী স্প্রাটের সঙ্গে। তাই নতুন বান্ধবীকে নিয়ে চারিদিকে নানা কানাঘুষোর মাঝে সোশ্যাল মিডিয়ায় সার্চও বেড়েছে গৌরীর। ২৫ বছরের পরিচিতির পর গত একবছর ধরে সম্পর্কে তাঁরা। ৬০তম জন্মদিনে এ কথা ঘোষণা করার আগেই বুঝে গিয়েছিলেন গৌরীকে একঝলক দেখতে মরিয়া হয়ে উঠবে তাঁর ভক্তরা। তাই তড়িঘড়ি একজন ব্যক্তিগত দেহরক্ষীও নিয়োগ করেছেন প্রেমিকার জন্য। ১৮ মাস ধরে সম্পর্কে থাকার পর ভক্তদের সঙ্গে গৌরীকে পরিচয় করিয়ে দেওয়ারও পরিকল্পনা করে রেখেছেন আমির। অভিনেতা জানান, গৌরী এ সবের সঙ্গে তেমন অভ্যস্ত নন। তাই তাঁকে কিছুটা হলেও সব কিছুর জন্য প্রস্তুত করতে সময় লেগেছে আমিরের। তথ্য অনুযায়ী, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে থাকেন এবং বর্তমানে তিনি আমিরের প্রোডাকশন ব্যানার, আমির খান প্রোডাকশন্স-এর জন্য কাজ করছেন। গৌরীর ছয় বছরের এক ছেলেও আছে। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ। তাঁর দাদা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। অতীত ভুলে নতুন প্রেমে মজেছেন মিস্টার পারফেকশনিস্ট। তাঁদের সম্পর্কের পরিণতি কী হবে, বা তাঁরা কবে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তা নিয়ে মুখ খুলতে চাননি আমির খান। এর আগে অবশ্য রিয়া চক্রবর্তীর একটি টক শো-তে এসে আমির জানিয়েছিলেন, তিনি আর প্রেমে পড়তে চান না। তাঁর আর সেই বয়স নেই। নিজের ছেলে মেয়েদের সঙ্গে ও নতুন নতুন কাজ করেই, বাকি জীবনটা কাটিয়ে দিতে চান তিনি।
হোলির দিন সকালেই প্রয়াত হন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়
মুম্বাই ঃ হোলির দিন সকালেই প্রয়াত হন পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। ব্রহ্মাস্ত্র ২-এর খবরে রণবীর সিলমোহর দেওয়ার পরই শোকের ছায়া অয়নের পরিবারে।শুক্রের সকালেই মুখোপাধ্যায় বাড়ির রঙের আনন্দকে বেরঙিন করে চলে গেলেন অয়নের বাবা। প্রয়াত অভিনেতা দেব মুখোপাধ্যায় পরিচালক আশুতোষ গোয়ারিকরের শ্বশুরমশাই।বেশকিছুদিন ধরেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৪ মার্চ, শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেব মুখোপাধ্যায়। ভারতীয় সিনেমার দুনিয়াতে দেব মুখোপাধ্যায়ের বিশেষ অবদান রয়েছে। তিনি ‘অভিনেত্রী’, ‘এক বার মুসকুরাদো’, ‘আঁসু বান গে ফুল’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনে’র এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের।
গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী
মুম্বাই ঃ গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। তার কপালের ক্ষতস্থানে ১৩টি সেলাই পড়েছে। ভয়ানক আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এখন কেমন আছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির এই নায়িকা? ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে পিকল-বল খেলতে গিয়েই আঘাত পেয়েছেন ভাগ্যশ্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভাগ্যশ্রীর একাধিক ছবি। একটি ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় চোখ বুজে শুয়ে আছেন ভাগ্যশ্রী। চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে ভাগ্যশ্রীর কপালে ব্যান্ডেজ লাগানো দেখা যায়। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। তবে বর্তমানে তিনি স্থিতিশীল। কয়েকদিন বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্সক।