নন্দীগ্রাম দিবসে রামমন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দুর

IMG-20250314-WA0375

গোকুলনগরে শহিদ দিবস পালন করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে রামমন্দির তৈরির ঘোষণা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সোনাচূড়া গ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করেন। নন্দীগ্রামের গোকুল নগরে অধিকারী পাড়ায় রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ,মেঘনাথ পাল,অশোক করণ, অভিজিৎ মাইতি সহ নেতৃত্ব উপস্থিত হয়ে শহিদ বেদিতে মালা দেন ও শহিদ স্মরণ করেন। পরে সোনাচুড়া শহিদ মিনারে এসে ও শ্রদ্ধা জানান মিনারের শহিদ বেদিতে বিধায়ক।
রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে ঘোষণা করলেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা যাঁকে হারিয়ে, যাঁকে জিতিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারীর আগামী ২ মে বিধায়ক হিসাবে চার বছর পূর্ণ হচ্ছে। আমার বিধায়কের টাকা কোথায় খরচ হয়েছে, উন্নয়ন কোথায় করতে পেরেছি, তার হিসাব দেব আমি। আমি বই ছাপিয়েছি। আমি হিসাব দেব আপনাদের কাছে। আমি হিসাব দেওয়ার কর্মসূচি নন্দীগ্রামে করব, আপনারা আমন্ত্রণ পাবেন। ”
শুভেন্দু বলেন, “রাম নবমীর দিন মন্দির নির্মাণ শুরু হবে। নন্দীগ্রামের দক্ষিণপ্রান্তে সোনাচূড়াতে মন্দিরের নির্মাণ শুরু হবে। এখানে অয্যোধা রাম মন্দিরের আদলে মন্দির তৈরি হবে।”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement