টোটোয় ভারত-নেপাল সীমান্ত ঘুরলেন রাজ্যপাল

IMG-20250313-WA0385

উত্তরবঙ্গে এসেছেন রাজ্যপাল, ঘুরে দেখছেন বিভিন্ন জায়গা। আজ টোটোএ চেপে বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন রাজ্যপাল। তিনি নিজে জানালেন আমার এইসব জায়গা ঘুরতে প্রচন্ড ভালো লাগে, তাই আমি নিজে মনে করি মানুষের সাথে মেসা একান্তই প্রয়োজন। এইসব দিকে বিভিন্ন ভাষাভাষী মানুষ থাকে, আর তাদের বিভিন্ন কাজ হয়। তারা তাদের বিভিন্ন সমস্যার কথা আমাকে জানালো এবং আমি প্রচন্ডভাবে নিজের যতটুকু করবার করে রাখলাম। রাজ্যপাল জানালেন উত্তরবঙ্গের মানুষেরা বঞ্চিত বিভিন্নভাবে, আজকে এইসব জায়গা ঘুরে বিভিন্ন এলাকা ঘুরে বুঝতে পারছি সেটা। এইসব জায়গা মানুষ প্রত্যন্ত এলাকার মানুষ, আর তারা বিভিন্নভাবে বঞ্চিত। নিজের পরিবার নিয়ে চলতে পারছে না তারা। আমি কথা শুনলাম এবং আমার সাধ্যমত আমি চেষ্টা করব, জানালেন রাজ্যপাল।(কুশল দাসগুপ্ত)

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement