মমতাকে গামছা গলায় ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

IMG-20250312-WA0290

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের দেওয়া মন্তব্যে মঙ্গলবার সকাল থেকেই উত্তাল বিধানসভা। তৃণমূল বিধায়করা নিন্দা প্রস্তাব আনতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী বলেন, ‘শংকর ঘোষ ও মনোজ ওঁরাওকে মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছি। আমি বিজেন্দ্র গুপ্তর উদাহরণ দিয়েছি যিনি ২০১৪ সালে দিল্লি বিধানসভায় বিজেপির একমাত্র বিধায়ক ছিলেন।
বিধানসভার বিরোধী দলনেতা এদিন প্রতিবাদে বিধানসভার বাইরে মাটিতে বসে বিক্ষোভ দেখান। সেখান থেকেই মমতার বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “বিরোধী দলনেতার একটাই অপরাধ উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২১ সালের ভোটে মমতাকে হারিয়েছিলেন। তাঁর একটাই অপরাধ হিন্দুদের উপরে, জনজাতিদের উপরে আক্রমণের বিরুদ্ধে কথা বলেন। তাঁর অপরাধ জয় শ্রী রাম ধ্বনি দেন, বন্দেমাতরম বলেন।”
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবো।’‌

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement