আদালতের রায়ের বিরোধিতায় পথে অরুণাচলের জনজাতি গোষ্ঠী

IMG-20250311-WA0213

অরুণাচলে ধর্মান্তরণ রোধ আইন ১৯৭৮ সালে পাশ হয়েছিল। কিন্তু সেই আইন এখনও কার্যকর হয়নি। ২০১৬ সাল থেকে সেখানে লাগাতার পেমা খান্ডুর নেতৃত্বে বিজেপি সরকার চলছে।
দেশের মধ্যে জনসংখ্যার নিরিখে ছোট অরুণাচল প্রদেশ। সেই রাজ্যে সনাতন ধর্মের মানুষের সংখ্যার থেকে বর্তমানে খ্রিস্টান ধর্মীয় মানুষের সংখ্যা বেড়েছে অভিযোগ করলেন অখিল ভারতীয় বনবাসী কল্যাণ আশ্রম। মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সভাপতি সত্যেন্দ্র সিং ও তেজি গুবিন উপস্থিত ছিলেন। মঙ্গলবার সংগঠনের সর্বভারতীয় সভাপতি এবং সহ-সভাপতি বলেন, আন্দোলন করার কথা ঘোষণা করেন। ঘটনাচক্রে, গুবিন নিজে অরুণাচলেরই জনজাতি নেতা। মূলত তিনিই অরুণাচলের ‘সমস্যা’র কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘‘ধর্মান্তরণ রোধ আইন অরুণাচলে অবিলম্বে কার্যকর করতে রাজ্য সরকারকে বাধ্য করতে হবে। তাই বনবাসী কল্যাণ আশ্রম রাস্তায় নামছে।’’
তৎকালীন জনতা পার্টি ১৯৭৮ সালে অরুণাচল রাজ্যে ধর্মীয় আইন পাস হয়েছিল। কিন্তু ২০১১ সাল থেকে রাজ্যে খ্রিস্টান জনসংখ্যা ৩১ শতাংশ বেড়ে গিয়েছে।
গুবিনের দাবি, ‘‘এই আইন কার্যকর হলে আর জনজাতিদের ধর্মান্তরিত করা যাবে না বলে গির্জার নির্দেশে আন্দোলন শুরু হয়েছে। সরকারের উপরে তারা চাপ তৈরি করতে চাইছে। তাই আমরাও পাল্টা পথে নামছি। সরকারকে আমরা বাধ্য করব এই আইন কার্যকর করতে।’’

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement