ফের যুদ্ধ বিদ্ধস্ত সিরিয়া, নিহত ১০০০

IMG-20250309-WA0236

রণক্ষেত্র সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১৪ বছর আগে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাগুলির মধ্যে একটি।
জানা গিয়েছে, বাশার আল-আসাদের অনুগামী হিসেবে পরিচিত আলাওয়াইট সংখ্যালঘুদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে সিরিয়ার বর্তমান সরকারের নিরাবত্তা বাহিনী। এটিকে প্রতিশোধমূলক হত্যা হিসেবেই দেখছে আসাদ ঘনিষ্ঠরা।
সিরিয়া সরকার জানিয়েছে যে, তারা আসাদের সমর্থকদের এই হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই বৃহৎ আকারের হিংসার জন্য কিছু ব্যক্তি বিশেষের কর্মকাণ্ডকেই দায়ী করেছেন। বৃহস্পতিবার উপকূলীয় শহর জাবলেহের কাছে নিরাপত্তা বাহিনী একজন ওয়ান্টেড ব্যক্তিকে আটক করার চেষ্টা করলে সিরিয়ায় সর্বশেষ সংঘর্ষটি শুরু হয়। এই সময়, আসাদের অনুগতরা তাঁকে অতর্কিত আক্রমণ করে।
সিরিয়ার মানবাধিকার কমিশনের তথ্য বলছে, সাম্প্রতিক সংঘর্ষে ৭৪৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে। অধিকাংশের হত্যা হয়েছে গান পয়েন্টে ছোড়া গুলি থেকে। আসাদের নিরাপত্তায় থাকা ১৪৮ সামরিক বাহিনীর সদস্যেরও হত্যা হয়েছে বলে খবর। মহিলাদের উপর অকথ্য অত্যাচারেরও নানা খবর প্রকাশ্যে এসেছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement