মথুরা গিয়ে ‘রঙ্গোৎসব ২০২৫’-এর উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই জেলার ঐতিহাসিক শহর বারসানায় উৎসবের সূচনা করে তিনি জানালেন, কাশী-অযোধ্যার পর এবার মথুরা ও ব্রজভূমিতে হবে উন্নয়ন। শ্রীলাডলিজি মহারাজ মন্দিরে প্রার্থনাও করলেন তিনি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “যারা বরসানায় আসছেন, তারা প্রথমবারের মতো রোপওয়ে সুবিধা পাচ্ছেন। ১০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন কাজ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কাশী নতুন করে সাজানো হয়েছে, অযোধ্যা ও পুনরুজ্জীবিত হয়েছে। এখন মথুরা, বৃন্দাবন, বরসানা এবং গোবর্ধনকে পুনরুজ্জীবিত করা হবে। এই অঞ্চলের উন্নয়নে কোনো প্রকার অবহেলা হবে না। এখন দিল্লিতে বিজেপি সরকার রয়েছে এবং যমুনা নদী পরিষ্কার করা হবে।”
যোগী বলেন, মোদির নেতৃত্বেই ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়ন হাত ধরাধরি করে চলেছে এই সব অঞ্চলে। যার সাম্প্রতিকতম নিদর্শন প্রয়াগরাজের মহাকুম্ভ।