পড়ুয়া আন্দোলনের চাপে অসুস্থ যাদবপুরের উপাচার্য

IMG-20250305-WA0224

শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় মঙ্গলবার রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে অবস্থানে বসে রয়েছেন পড়ুয়ারা। বুধবার বিকেল ৪টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে উপাচার্যকে। কিন্তু যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে। ভারপ্রাপ্ত উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত জানিয়েছেন, তাঁর স্বামীর রক্তচাপ ওঠানামা করছে। বুধবার সকালে স্বামীকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
উপাচার্যের পরিবার জানিয়েছে, শনিবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন ভাস্কর। সকালে তাঁর রক্তচাপ অতিরিক্ত বেড়ে যায়। এই মূহূর্তে তাঁর রক্তচাপ ১৭০-৯০ এর মধ্যে রয়েছে। রয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কাও।
চিকিৎসক অরিন্দম বিশ্বাস যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যের শারীরিক পরীক্ষার পর বলেন, আপাতত স্থিতিশীল আছেন তিনি। তবে তার রক্তচাপ ওঠানামা করছে। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার প্রয়োজন রয়েছে বেশ কয়েকদিন। ভাস্করবাবুর এমআরআই করা হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement