রিয়ালে খুশি ভিনিসিয়ুসমাদ্রিদ

IMG-20250304-WA0277

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের সৌদি লিগে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। সেই গুঞ্জনটি আগেই উড়িয়ে দিয়েছিলেন ভিনি। এবার পরিষ্কার করেই বললেন, স্বপ্নের ক্লাব রিয়ালেই থাকতে চান তিনি। এখন দিন গুনছেন নতুন চুক্তির। রিয়ালে ভিনির চুক্তি ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। গত বছরও ইএসপিএনসহ বিভিন্ন সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, এই উইঙ্গারকে পেতে প্রবল আগ্রহী সৌদি আরব। যদিও তখনও রাজি হননি ভিনিসিয়ুস। তবে তার পিছু লেগেই আছে সৌদি কর্তৃপক্ষ। বিশেষ করে, নেইমারের বিকল্প হিসেবে তাকে পেতে চায় আল হিলাল, এমন খবর প্রকাশিত হয়েছে স্পেনের সংবাদ মাধ্যমেই। চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে সেমিফাইনালের আগের দিন সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি এলেই ২৪ বছর বয়সী এই উইঙ্গার বলেন, ‘আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। রিয়ালে আমি খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোবাসে। এখানকার চেয়ে ভালো আর কোথাও থাকতে পারতাম না।’ রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা, দুটি করে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপসহ ১৪টি ট্রফি জেতা হয়ে গেছে তার। তবে তার স্বপ্নের সীমানা আরো বড়। এই ক্লাবের কিংবদন্তিদের কাতারে নাম লেখাতে চান তিনি। ‘আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরো অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরো অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।’গত বছর ব্যালন ডি’অর নিয়ে বেশ আলোচনা হয়। একেবারে শেষ মুহুর্তে গিয়ে খবর পাওয়া যায় ভিনিসিয়ুসকে পেছনে ফেলে পুরস্কার জিততে যাচ্ছেন রদ্রি। এ খবর সামনে আসার পর ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ। এবার ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অর বয়কট নিয়ে কথা বলেছেন ভিনি। গত বছর ব্যালন ডি’অর অনুষ্ঠানে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে ভিনিসিয়ুস বলেছেন, ‘আমাকে আমার ক্লাব যা করতে বলেছিল তা–ই করেছি। তারা আমাকে মাদ্রিদে অবস্থান করতে বলেছে, আমি সেটাই করেছি। কোনো সমস্যা নেই। আমরা এখন পরেরটাই মনোযোগ দিচ্ছি।’

About Author

Advertisement