বন্যপ্রাণ দিবসে গির অরণ্যে জঙ্গল সাফারি প্রধানমন্ত্রীর

IMG-20250303-WA0258

তিন দিনের গুজরাত সফরে গিয়েছেন মোদী। রবিবার সন্ধ্যায় সোমনাথ মন্দির পরিদর্শন করেন তিনি। সেখানে গিয়ে শিবমন্দিরে প্রার্থনা করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর গুজরাত বন বিভাগ কর্তৃক পরিচালিত বন ভবনে রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী। সোমবার, কর্মসূচি মোতাবেক গিরে সাফারি যাওয়ার কথা ছিল তাঁর।
বন্যপ্রাণী দিবস উদ্‌যাপন করতেই সোমবার সকালে গুজরাতের গির জাতীয় উদ্যানে হাজির হন মোদী। হাতে ক্যামেরা নিয়ে গাড়িতে চেপে সাফারি করতেও বেরিয়ে পড়েন তিনি।
এদিন গির অরণ্যে সাফারি শেষ করে নিজের এক্স হ্যান্ডেলে সেই প্রতিটা মুহূর্তের ছবি পোস্ট করেন প্রধানমন্ত্রী। সঙ্গে লেখেন, ‘আজ সকালে, বিশ্ব বন্যপ্রাণ দিবস উপলক্ষে গিরের অরণ্যে সাফারিতে বেরিয়ে ছিলাম। আমরা সকলেই জানি, গুজরাটের গির আসলে এশিয়াটিক সিংহদের ঘর। আর এই গিরে পা রাখা আমার কাছে অনেকটাই স্মৃতিমেদুর। এই রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় মাঝে মধ্যে এখানে আসতাম।’
জানা গিয়েছে, সাফারির পর গির বন্যপ্রাণী অভয়ারণ্যের সদর দফতর সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেন মোদী। বৈঠক শেষ হওয়ার পর সাসানের মহিলা বনকর্মীর সঙ্গে আলোচনাও করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement