হর্ষবর্ধন শ্রিঙ্গলার পক্ষ থেকে মাঘে সংক্রান্তির শুভেচ্ছা প্রকাশ

FB_IMG_1768397853842

দার্জিলিং: পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিঙ্গলা আজ সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সমগ্র গোর্খা সমাজসহ রাজ্য ও দেশের সকল জনগণের প্রতি মাঘে সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি সামাজিক মাধ্যমে এই মাঘে সংক্রান্তির শুভ উপলক্ষে সকলের জন্য উষ্ণতা, সুস্বাস্থ্য এবং নতুন আশার কামনা করে অগণিত শুভেচ্ছা ও শুভকামনা প্রকাশ করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement