অফগানিস্তানের টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

IMG-20251231-WA0088

নয়াদিল্লি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রশিদ খানের নেতৃত্বে থাকা এই দলে অভিজ্ঞ অলরাউন্ডার গুলবদিন নাইব এবং ডানহাতি পেসার নবীন-উল-হক চোট সারিয়ে দলে ফিরেছেন। দু’জনেরই কাঁধের চোট এখন সম্পূর্ণ সেরে গেছে।
বামহাতি মিড-অর্ডার ব্যাটার শাহিদউল্লাহ কামাল এবং উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ ইশাক নিজেদের জায়গা ধরে রেখেছেন, আর তরুণ পেসার আবদুল্লাহ আহমদজাইও মূল দলে জায়গা পেয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সিরিজে বাইরে থাকা এবং জিম্বাবোয়ের বিপক্ষে কেবল শেষ টি২০ ম্যাচ খেলা ফজলহক ফারুকিকেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং বিশ্বকাপ—উভয়ের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে।
টি২০ বিশ্বকাপের আগে আফগানিস্তান ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে। আফগানিস্তান বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউএই এবং কানাডার সঙ্গে রয়েছে। আফগানিস্তানের প্রথম ম্যাচ ৮ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে হবে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টি২০ বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল:
রশিদ খান (ক্যাপ্টেন), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতল, দরবেশ রসুলি, শাহিদউল্লাহ কামাল, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমদ, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই।
রিজার্ভ: এ.এম. গজনফর, ইজাজ আহমদজাই ও জিয়া উর রহমান শরিফি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement