বক্সা: বছরে আবারও একবার বক্সা বার্ড ফেস্টিভ্যাল আসন্ন ৬ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বক্সা টাইগার রিজার্ভে বন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই উৎসব প্রথমবার ২০১৭ সালে শুরু হয়েছিল এবং এরপর টানা সাত বছর সফলভাবে আয়োজন করা হয়েছে। গত বছর সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে, নতুন বছরের শুরুতেই উৎসব তার অষ্টম সংস্করণে প্রবেশ করছে।
উৎসবের মূল আয়োজনস্থল হবে বক্সা টাইগার প্রজেক্টের পূর্ব বিভাগে অবস্থিত জয়ন্তী রেঞ্জ কার্যালয়ের নিকটবর্তী এলাকা। অংশগ্রহণকারীরা এখানেই রাত্রিবাস করবেন এবং এটিকেই বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করা হবে। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে ক্যাম্প ও আলোচনা–সভারও আয়োজন থাকবে।
গত বছর পর্যন্ত ক্যাম্পিংয়ের স্থান ছিল রাজাভাতখাওয়া, তবে ২০২৪ সাল থেকে জয়ন্তীতে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বক্সা টাইগার রিজার্ভের ডিএফও (পূর্ব) দেবাশীষ শর্মার মতে, চার দিনব্যাপী এই উৎসবে বক্সা অঞ্চলের পাখির বৈচিত্র্য তুলে ধরা এবং সেগুলোর ওপর গবেষণার সুযোগ প্রদান করা হবে। ধারণা করা হয়, বক্সার জঙ্গলে প্রায় চার শতাধিক প্রজাতির পাখি পাওয়া যায়।
হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সমন্বয়ক অনিমেষ বসু বলেন, “বক্সা বার্ড ফেস্টিভ্যাল দেশ-কেই অন্যতম জনপ্রিয় পাখি উৎসব। বক্সা সত্যিই পাখির স্বর্গ। আমরা চাই, এই উৎসব যেন প্রতিবছর অনুষ্ঠিত হয়।”








