সিলিগুড়ি: দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট বলেছেন যে খপরেলে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ রোটারি ক্লাব অব সিলিগুড়ি ‘উমীদ’ (আর.আই. ডিস্ট্রিক্ট ৩২৪০, জোন–৭, ক্লাব আইডি: ২২৬৪৩০) কর্তৃক আয়োজিত প্রাণবন্ত ওয়ান্ডারল্যান্ড কার্নিভাল ২.০-এর অংশ হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।
তিনি সামাজিক মাধ্যমে বলেন, “উত্কৃষ্টতার ধারাকে এগিয়ে নিয়ে, ২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আয়োজিত এই মহোৎসব আবারও নারীদের ক্ষমতায়ন, তাঁদের অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতাকে সামনে নিয়ে এসেছে। রোটারি ইন্টারন্যাশনালের চিরন্তন মূলমন্ত্র “সার্ভিস এবোভ সেল্ফ” এই ধরনের উদ্যোগের মধ্য দিয়েই বাস্তব রূপ পায়।”
সাংসদ বিস্ট সমর্পিত রোটারি সদস্য, পৃষ্ঠপোষক, শিল্পী এবং সকল অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে আগামী বছরগুলোতে এই কার্নিভাল আরও বৃহৎ ও উজ্জ্বল হয়ে উঠবে।









