হায়দরাবাদ: হায়দরাবাদ পুলিশ ‘পুষ্পা–২’ সিনেমার প্রিমিয়ারের সময় অভিনেতা আল্লু অর্জুনকে এক নজর দেখার জন্য ভিড় জমা হওয়ায় সৃষ্ট হুড়োহুড়িতে এক মহিলার মৃত্যু ঘটার ঘটনায় তারসহ মোট ২৩ জনের বিরুদ্ধে এখানকার আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। সদ্য দাখিল করা অভিযোগপত্রে থিয়েটার ব্যবস্থাপনাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে, আর অর্জুনকে অভিযুক্ত নম্বর–১১ হিসেবে উল্লেখ করা হয়েছে।
‘পুষ্পা–২’-এর স্ক্রিনিংয়ের সময় এক মহিলার প্রাণ গিয়েছিল:
৪ ডিসেম্বর ২০২৪-এ এখানকার সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা–২’-এর স্ক্রিনিং চলাকালীন হুড়োহুড়িতে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয় এবং তার আট বছরের ছেলে আহত হয়। ঘটনার পর আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়। প্রিমিয়ারের সময় অভিনেতাকে দেখার জন্য ক্রমবর্ধমান ভিড়ের চাপেই এই হুড়োহুড়ি বাধে।
মৃত মহিলার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল:
ঘটনার পর মৃত মহিলার পরিবারের দাখিল করা অভিযোগের ভিত্তিতে শহর পুলিশের চিক্কাডপল্লী থানায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ব্যবস্থাপনার বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়।










