জলঢাকা: আজ দার্জিলিং লোকসভা সাংসদ রাজু বিস্ট ৭৬৪ বর্ডার রোডস টাস্ক ফোর্স (বিআরটিএফ)-এর অধীনে বাস্তবায়িত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৫ কিলোমিটার দীর্ঘ চালসা–জলঢাকা বিন্দু ব্যারাজ সড়ক প্রকল্পের বিস্তারিত পরিদর্শন করেন। এই তথ্য তিনি তাঁর সামাজিক মাধ্যমের মাধ্যমে জানিয়েছেন।
তিনি জানান, প্রকল্পটি চারটি পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে।
চরণ–১: খুনিয়ামোড়ে থেকে কুমানীমোড়ে পর্যন্ত (১১.৮৬ কিমি) – সফলভাবে সম্পন্ন
চরণ–২: কুমানীমোড়ে থেকে গাইরিবাস পর্যন্ত (৯ কিমি) – সম্পন্ন হয়ে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে উদ্বোধন করা হয়েছে
বন দপ্তরের অনুমোদনের অপেক্ষায় থাকা পর্যায়সমূহঃ
চরণ–৩: গাইরিবাস থেকে পারেন পর্যন্ত (৬ কিমি)
চরণ–৪: পারেন থেকে বিন্দু ব্যারাজ পর্যন্ত (৮ কিমি)
সাংসদ বিস্ট আরও জানান যে, এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ২০০ কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। তিনি বলেন, এই প্রকল্পটি দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলিকে জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে যাতায়াত ব্যবস্থা সহজ করবে, নিরাপত্তা প্রস্তুতিকে আরও মজবুত করবে এবং অঞ্চলের সামাজিক–অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেষে, সীমান্তবর্তী এলাকায় উচ্চমানের, প্রশস্ত ও টেকসই সড়ক নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ও মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংহজির প্রতি সাংসদ রাজু বিস্ট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।











