অসম পুলিশের দাবির বিপরীতে ষড়যন্ত্রের ইঙ্গিত নাকচ করল সিঙ্গাপুর পুলিশ
সিঙ্গাপুর: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় তদন্ত চললেও এখনো পর্যন্ত কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সিঙ্গাপুর পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটার সময় রহস্যজনক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার সিঙ্গাপুর পুলিশ জানায়, মামলাটি সিঙ্গাপুর করোনার্স অ্যাক্ট–২০১০ অনুযায়ী সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ)-এর তদন্তাধীন। এক বিবৃতিতে বলা হয়, “এ পর্যন্ত তদন্তে জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি।”
তদন্ত শেষ হলে এর ফলাফল সিঙ্গাপুরের স্টেট করোনার-এর কাছে জমা দেওয়া হবে, যিনি করোনার ইনকোয়েস্ট (সিআই) পরিচালনা করবেন। এই প্রক্রিয়া ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা।
এসপিএফ জানিয়েছে, করোনার ইনকোয়েস্ট একটি তথ্য অনুসন্ধানমূলক প্রক্রিয়া, যার উদ্দেশ্য মৃত্যুর কারণ ও পরিস্থিতি নির্ধারণ করা। তদন্ত শেষ হলে ফলাফল প্রকাশ করা হবে। পুলিশ জনগণকে গুজব না ছড়াতে এবং ধৈর্য ও সহযোগিতা বজায় রাখতে অনুরোধ জানিয়েছে।
এদিকে ভারতে জুবিন গর্গের মৃত্যুর তদন্তে নিয়োজিত বিশেষ তদন্ত দল (এসআইটি) গত সপ্তাহে আদালতে দাখিল করা চার্জশিটে চারজনের বিরুদ্ধে হত্যার মামলা রুজু করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন গায়কের সচিব সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত। জুবিন গর্গের ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সানটেক কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টার-এ অনুষ্ঠিত চতুর্থ ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করার কথা ছিল।










