দিনহাটা: এসআইআর এর সময়সীমা বাড়তেই দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিভিন্ন ব্লকের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করলেন দলের কোচবিহার জেলার পর্যবেক্ষক রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। সোমবার শহরের শহীদ কর্নার এলাকায় সুভাষ ভবনে এই বৈঠক হয়। এদিনের এই বৈঠকে পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল ছাড়া উপস্থিত ছিলেন দলের দিনহাটা দুই ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, শহর ব্লক সভাপতি বিশু ধর, শহর ব্লক সহ-সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা এক বি ব্লক সভাপতি অনন্ত বর্মণ, মহিলা তৃণমূলের ব্লক সভাপতি রুপা দেব, যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি পার্থ সাহা, পুরসভার চেয়ারম্যান অপর্না দে নন্দী থেকে শুরু করে অনেকেই। এদিন বৈঠকে মন্ত্রী দিনহাটা বিধানসভা কেন্দ্রের এসআইআর নিয়ে কাজ যথেষ্ট ভালো হচ্ছে বলেও উল্লেখ করেন। কর্মীদের পাশাপাশি দলের বিএলএ টুদেরকে আরও ভাল করে সতর্ক থাকার কথাও বলেন যাতে কোন বৈধ ভোটারের নাম বাদ না যায়। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কত শতাংশ কাজ ইতিমধ্যে হয়েছে সেসবও তুলে ধরেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিজেপি নানাভাবে বৈধ ভোটারদের একটি অংশকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লির বুকে আন্দোলন গড়ে তোলার কথা ঘোষণা করেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।









