কোচবিহার ট্রফি এলিট পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পরেও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা। ভিলাইয়ের সেক্টর ১০ বিএসপি ক্রিকেট স্টেডিয়ামে ছত্তিশগড়ের ১৭৫ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৫০ ওভারে ১৪৫ রানে। ৩৩.৩ ওভারে ৬৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল বাংলার। সেখান থেকে অবস্থা সামাল দেন অগস্ত্য শুক্লা ও কুশল গুপ্ত।
সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে আটে নামা অগস্ত্য শুক্লা ৫৩ বলে সর্বাধিক ৫৭ রান করেন। আশুতোষ কুমার ৫০ বলে ২৩ রান করেন। কুশল গুপ্ত ৪৭ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। রুদ্র প্রতাপ দেহারি পাঁচটি ও রোহিত যাদব ৪টি উইকেট নেন।
এরপর দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ছত্তিশগড়়ের রান ৬২ ওভারে ৪ উইকেটে ১২৯। নিতান্ত সিং ৯৬ বলে ৪৫ ও বেদাংশ খেড়িয়া ১২১ বলে ২৯ রানে অপরাজিত আছেন। রোহিত ৯টি মেডেন-সহ ২১ ওভারে ৩৮ রান দিয়ে তিনটি উইকেট দখল করেন। অগস্ত্য তিনটি মেডেন-সহ ৭ ওভারে ৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন।










