২০০২ সালের ভোটার তালিকায় নিজের নামসহ বাবা ও মায়ের নামও নেই, অথচ তিনি এখন ভোটার তালিকা সংশোধনের দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসার। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঠ্যাঙ্গাপাড়া এলাকার ১৯৬ নম্বর বুথে।অভিযোগ, ওই বুথের বিএলও বিকাশ সরকার ও তাঁর পরিবারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। স্থানীয় তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি স্বপন বসাক প্রশ্ন তুলেছেন যিনি নিজে ও পরিবারের সদস্যরা ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তিনি কীভাবে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন?অভিযোগের মুখে বিকাশ সরকার স্বীকার করেছেন, তাঁর বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। পাশাপাশি তিনি জানিয়েছেন, “২০০২ সালে আমার বয়স ১৮ হয়নি।এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল বলেন, “নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই বিকাশ সরকারকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে।











