এসএসকেএম-এ নমুনা সংগ্রহ ফরেন্সিক দলের

rvRxy4IXHrBlbw0R6m35

এসএসকেএম হাসপাতালের ভিতরে এক নাবালিকাকে নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এক অভিযুক্ত। এবার সেই ঘটনায় নাবালিকার নমুনা সংগ্রহ করল ফরেন্সিক দল। পুরুষ শৌচাগারে যেখানে অপরাধ ঘটেছে বলে অভিযোগ উঠছে সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই প্রসঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ জানান, ‘প্রাথমিক তদন্ত চলছে। আমরা এখানে এসে সবটা খতিয়ে দেখলাম। কিছু নমুনা পেয়েছি। সেগুলো ল্যাবে পরীক্ষা করা হবে। যেহতু এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে যা বলার পুলিশ বলবে।’ 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের ভিতরে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। শৌচাগারের ভিতর নাবালিকার রোগীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে। জানা যায়, হাসপাতালেরই এক কর্মীর হাতে হেনস্থার শিকার হয় ওই নাবালিকা। এরপরই ঘটনায় অভিযোগ জানাতে তদন্তে নেমে ধাপা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে নিয়ে যায় পুরষ শৌচাগারে। সেখানেই শ্লীলতাহানি করে।  

এদিকে এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার বৈঠক ডাকে স্বাস্থ্য ভবন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী এ দিন প্রশ্ন তোলেন, পুরুষ শৌচাগারে নাবালিকাকে কী করে  নিয়ে যাওয়া হল তা নিয়ে। সঙ্গে এ প্রশ্নও তোলেন, কেন সিসিটিভিতে গোটা বিষয়টি ধরা পড়ল না তা নিয়েও। শুধু তাই নয়, একই সঙ্গে এ দিনের বৈঠক থেকে এ প্রশ্নও তোলা হয়, কেন চুক্তিভিত্তিক কর্মীদের পুরনো অপরাধের দায় সরকারকে নিতে হবে সে ব্যাপারেও। এরপর একাধিক নিয়ম জারি করেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement