মুম্বই: দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ খান। কন্যা সন্তানের জন্ম দিলেন এদিন আরবাজ পত্নী সুরা খান। ২০২৩ সালে তাঁদের চারহাত এক হয়েছিল। বিয়ের বছর ঘোরার সঙ্গে সঙ্গেই সুরার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। চলতি বছরের আগস্ট মাসে সেই খবরে সিলমোহর দেন আরবাজ-সুরা। কবে আসবে নতুন অতিথি এই প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খাচ্ছিল। শনিবার রাতে মুম্বইয়ের খর এলাকার পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সুরা। আরবাজ ও সুরার প্রথম সন্তানকে স্বাগত জানাতে অপেক্ষার প্রহর গুনছিল গোটা খান পরিবার। এবার সেই অপেক্ষা শেষ হল। শনিবার মুম্বইয়ের খর এলাকার পিডি হিন্দুজা হাসপাতালের বাইরে দেখা যায় দম্পতিকে। এরপর পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ফোনে ব্যস্ত আরবাজ খান। সেই ছবি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেশ কিছুদিন আগেই হয়ে গিয়েছে সুরার জমজমাট সাধের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সেখানে সলমন খান, সোহেল খান, আরহান খান, অর্পিতা খান ও আরবাজ খান প্রমুখ। এদিন হলুদ রঙের রংমিলান্তি পোশাকে সেজেছিলেন সুরা ও আরবাজ। মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন এসব তিক্ত অতীত ভুলে ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান। পেশায় বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসেন সলমন খানের ভাই। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় আরবাজের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। শুভ পরিণয়, সুখী দাম্পত্যের পর এবার ঘরে নতুন অতিথির আসার পালা।