ভয়ানক ধস নামলো উত্তর সিকিম এর রামম তিস্তা ব্রিজ এ

IMG-20251006-WA0144

ভয়ানক ধস নামলো উত্তর সিকিম এর রামম তিস্তা ব্রিজ এ। গতকাল থেকে প্রবল বৃষ্টির কারনে ভয়ানক ধস নামে উত্তর সিকিম এ। রাতের বেলাতে ধস নামায় জনজীবন একেবারে থেমে যায়। আগামী সাত থেকে দশ দিন যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে সেনাবাহিনী। এমন ভয়ানক ধস অনেক দিন কেউ দেখে নি বলে দাবি করেছেন এলাকার মানুষ। তবে এখনো পর্যন্ত ধস এ হতাহতের  কোন খবর নেই। তবে মানুষের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গেছে বলে অনুমান করছেন এলাকার মানুষ। এলাকায় বিদ্যুৎ পরিষেবা  সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে , বলে জানিয়েছেন  এলাকার মানুষ। হঠাৎ করে এই ধস নামায়  পর্যটক এরাও আটকে পড়েছে পাহাড়ে। অন্যদিকে নিচের থেকেও গাড়ি  উপরে উঠতে পারছে না। সেনাবাহিনীর জাওয়ানরা নেমেছেন তবে সময় লাগবে  বলে জানিয়েছেন তারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement