মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ২ মৃতের পরিবারের পাশে ফিরহাদ

police-launch-helpline-for-exam-support-2025-09-24_1758708246

মঙ্গলবার কলকাতার বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। মৃতদের এই তালিকায় রয়েছেন একবালপুরের বাসিন্দা জিতেন্দ্র সিংও। বুধবার তাঁর বাড়িতে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এর পাশাপাশি জিতেন্দ্র সিংয়ের দুই ছেলের পড়াশোনার দায়িত্ব এবং তাঁদের চাকরির আশ্বাসও দেন মেয়র। এমনকী, বিপদে আপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি এই পরিবারের পাশে থাকবেন বলেও জানান। 

এদিকে মৃত জিতেন্দ্র সিংয়ের পরিবারের বক্তব্য, মঙ্গলবার যখন রাস্তায় জল জমে গিয়েছিল সেই সময় নিজের ঘরের সামনে থেকে বাথরুমে যেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জিতেন্দ্র সিংয়ের। পরিবারের লোকের বক্তব্য, এর জন্য দায়ী হচ্ছে সিইএসসি যখন রাস্তায় জল জমেছিল সিএসসি যদি পাওয়ার কাট করত তাহলে এই ঘটনা ঘটত না।

এদিকে এদিন ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যাঁরা পুজোর মুখে চলে গিয়েছেন তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর। তাঁর সেই নির্দেশ মেনে এসেছি। আর এই পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি ওই পরিবারকে বলেছি, ভাই হিসাবে আমি পাশে আছি। যিনি গিয়েছেন তাঁকে তো আর ফেরত আনতে পারব না। তবে তাঁর পরিবারের পাশে থাকতে পারি।’ তবে শুধু একবালপুর নয়, হরিদেবপুর থানার অন্তর্গত মতিলাল গুপ্ত রোডেও একটি প্লাস্টিক বোতলের কারখানায় জমা জলের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ঠাকুরপুকুর এর বাসিন্দা শুভ প্রামাণিকের। তাঁর বাড়িতেও যান মেয়র ফিরহাদ হাকিম। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement