আবার একলাখি ইডেন গার্ডেন দেখতে চলেছে কলকাতা। ছয় বছর পর দ্বিতীয় বার বঙ্গে ক্রিকেটের প্রশাসনে ফিরে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। সোমবার সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সিএবির সভাপতি ছিলেন। সৌরভ জানান, আগামী বছর টি-২০ বিশ্বকাপের পরেই ইডেনের আসনসংখ্যা বৃদ্ধি করার কাজে তিনি হাত দেবেন। তিনি বলেন, ‘‘এই কাজ আগামী বছর টি-২০ বিশ্বকাপের পরেই হবে। কারণ, এটা সময়সাপেক্ষ। লিজের নবীকরণ হয়েছে।’